হৃদয় সিংহাসনে আসীন অভিনেতা আনোয়ার হোসেন
ভরাট কণ্ঠের একটি সংলাপের কথা সিনেমা-যাত্রাপালার দর্শক বা রেডিওর শ্রোতারা এখনো ভোলেননি। সেটি হলো- ‘বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তুমি না বলেছিলে’… বা ‘বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা’… কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে।’… কেউ কেউ এ দীর্ঘ সংলাপ মুখস্থও করে রেখেছেন। এখনো কেউ…